Song : Nishi Furay Na
Music : Habib wahid
Lyrics : Milon Mahmood
Nishi Furay Na Bangla Lyrics
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।
সে দু’নয়নে আহা কি মায়া
সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা,
সে দুনয়নে আহা কি মায়া
সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা,
এক জনমে কি করে হায়
কতো ভালবেসে গেলে তারে পাওয়া যায়।
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।
আকাশে বাতাসে খুঁজে বেড়াই
এক নিমিষে যেন পেয়েও হারাই,
আকাশে বাতাসে খুঁজে বেড়াই
এক নিমিষে যেন পেয়েও হারাই,
কোন ভুবনে সে যে হারায়
কতো পথ হেঁটে গেলে খুঁজে পাওয়া যায়।
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,
নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে

Nishi furay na Lyrics
thaka jai na tar bihone
Se dhora dei na prane soy na vuli kemne
Se du nyone aha ki maya
Sure shure gaan zeno kazol vromora
Ek jonome ki kore hai
Koto valobese tare pawa jai
Nishi furai na thaka zai tar bihone
Se dhora dei na prane shoy na vuli kemone
Akashe batase khuje berai
Ek nimisheo zeno peyeo haray
Kon vubone se ze haray
Koto poth hete giye khuje pawa zai