Bisonno Borsha Lyrics ( সেই রাতের আকাশের মাঝে)

Bisonno Borsha (বিষন্ন বর্ষা) Bangla Rap song are sung by Nadim Ft Himu and Shetu.Sei Raat er Akasher Majhe Chilo Na toh Chad song are directed by Sabbir Rahman. Bishonno Borsha song are starred by Kazol and Mehrab.
Song: Bishonno borsha
Singer: Nadim featuring shetu and Himu
Production: Crack Group

Sei Rater Akasher Majhe Silo Na Lyrics

একা এই আমি, বড় একা এই জগতে!
কেউ পাশে নেই, আমার এই একলা পথে!
সব সুখ থেকে তৈরী আজ ই কষ্টের পরিনতি
আমি চাইনি এমন সুখ, এই জগতের নীতি!
হাসি থেকে অশ্রু ছিল সব ই তোমার নামে!
তোমার কথা ভেবে আজ শুধু অশ্রু নামে!
যত কষ্ট ছিল দু হাত দিয়ে মুছেছি তোমার!
কেউ ছিলনা যখন আমি পাশে ছিলাম তোমার!
চোখ মেলে দেখো আজও আছি পাশে দাড়িয়ে
তোমার স্মৃতি নিয়ে বেছে আছি বুকে জড়িয়ে!
আমি চেয়েছি যখন পাশে তুমি থাকনি!
আমার একাকিত্বের পাশে তুমি আসোনি!
তুমি বহুদূর তবু আমি আজও একা!
একা নই, সাথে আছে মনের যত ব্যাথা!
আসবে আরো আধার, নামবে আরো ঝড়,
তবু ফিরবে না তুমি থাকবে অপেক্ষার প্রহর!
সেই রাতের আকাশের মাঝে ছিল না তো চাঁদ!
চিলে না তুমি পাশে, ছিল বিষন্ন সে রাত!
আমি কেদেছি তোমাকে ভেবে তুমি ফিরে এলেনা!
আকাশের কান্না ভেজা বৃষ্টি তবু থামলো না!
কত ভালোবাসি তোমায় কি করে বুঝাই
কত স্বপ্ন দেখি আমি কি করে শুনাই!
কেমনে বুঝাই তোমায় কতটা ভালোবাসি!
মনে পরে আজও আমর তোমার সেই মধুর হাসি!
এসে ছিলে আমার বুকে, বেধে ছিলে বাসা !
দিয়েছিলে মন, দেখিয়েছিলে আশা!
অজানা পথে তুমি আছো বহু দুরে
সব ফেলে আমায় তুমি একা করে!
ভুলতে পারবনা তোমায় আমি কখনো!
ভালবাসি তোমায় তুমি ফিরলে না এখনো!
ভালবাসি তোমায় তুমি ফিরনি এখনো!
ভুলতে পারবনা তোমায় আমি কখনো!
হৃদয়ে এত ফীলিংস তুমি রং তুলিতে এঁকেছ!
চোখের কোনে তুমি কেনো কালো রাত রেখেছ?
মুছে দাও তুমি সেই কালো রাতের ছায়া!
দেখে যাও, আজও যত জমা আছে মায়া!
সেই রাতের আকাশের মাঝে ছিল না তো চাঁদ!
চিলে না তুমি পাশে, ছিল বিষন্ন সে রাত!
আমি কেদেছি তোমাকে ভেবে তুমি ফিরে এলেনা!
আকাশের কান্না ভেজা বৃষ্টি তবু থামলো না!

Bishonno Borsha Bangla Lyrics

Sei Rater Akasher Majhe Silo Na Lyrics
Sei Rater Akasher Majhe Chilo Na toh Caad,
(0h baby come, come 2 ma mind)
(0h baby come back 2 ma soul)
(0h baby come back 2 ma world)
(0h baby, u r in ma life)
(0h baby, u r in ma soul)
(plz baby come back 2 ma heart, plz baby come back 2 ma world)
i'm going d0wn!
I'm going d0wn!
N u dropped me forever, so um down!
I'm falling down!
Sei Rater Akasher Majhe Silo Na
Eka ami Boro eka ei jogote
Keu pashe nei amar ei ekla pothe
sob sukh theke toiri aj ei koster poriniti
ami chini emon shukh, ei jogoter niti !
hasi theke osruh chilo sob e tomar name !
tumar kotha vebe ajj shudhu osru name!
zoto kosto chilo du hate mucheci tumar
keu chilona zokhon ami pashe chilam tumar
cokh mele dekho ajo achi pashe dariye
Tumar srimity niye beche achi buke joriye
Ami ceyechi zokhon pashe tumi thakoni
amar ekakitter pashe tumi thakoni
Tumi bohudur tobu ami ajo eka!
Eka noy sathe ache moner zoto betha
Asbe aro adhar, nambe aro jhor
tobu firbe na tumi tumi thakbe opekkhar prohor
Chile na Tumi Pashe Chilo Bishonnoo Sei Raat
Ami kedeichi Tumake Vebe, Tumi Fire ele Na !
Akaser kanna veja bristi tobu thamlo na.......
(0h baby come, come 2 ma life)
Cause, you was the only one
Chile na Tumi Pashe
Chilo Bishonnoo Sei Raat
Previous Post Next Post