Bangla song lyrics Presents a Legendary band song lyrics
Singer: LRB
Song Name: Ghumonto Shohore
Song Name: Ghumonto Shohore
Ghumonto Shohore Bengali lyrics
ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে
মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে
এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে
Ghumonto shohore rupali raate
Shopnero neel chador bichiye
Koshtero shitol aboron jorie
Ami achi, achi tomar sritite
Bhalobashar shorol badhon chire
Chole gecho ei hridoy take bhenge
Tumi ami eki shohore......
Tobuo ekaki bhinno grohe...
Mone pore shei niion jola raate
Ononto prem diyechi ujaar kore
Nishongo nishi pothik pechone phele
Poth rekhechi badha duti haate
Dur adharer valobashay haarate
Chute chilam shei rupali raate
Ei raate shob prem hariechi okarone
Nishi besto manush hoyechi kemone
Shomudro kolaholer moto obiraam khone
Nogorer joto bishad amake bhor kore
Dorjar choukath ke piri banie
Binidro jege achi ei rupali raate