Bangla song lyric
Presents a awesome bangla song lyrics by Antora Chy

আয় রে ছুটে আয় লিরিক্সঃ
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
আজ পাল্লা দিয়ে আকাশে
মেঘেরা ছুটেছে।
ও-ও -ও আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে।
ও মাগো মা দাও না পরিয়ে
নতুন জামা ফ্রক দাওনা পরিয়ে।
ও মাগো মা দাও না পরিয়ে
নতুন জামা ফ্রক দাওনা পরিয়ে।
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে।
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে।
আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
কাঁদছ কেন আজ ময়না-পাড়ার মেয়ে?
নতুন জামা ফ্রক পাওনি বুঝি চেয়ে?
কাঁদছ কেন আজ ময়না-পাড়ার মেয়ে?
নতুন জামা ফ্রক পাওনি বুঝি চেয়ে?
আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে।
আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে।
আজ হাসি-খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
আজ পাল্লা দিয়ে আকাশে
মেঘেরা ছুটেছে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
পুজোর গন্ধ এসেছে।
পুজোর গন্ধ এসেছে।
পুজোর গন্ধ এসেছে।
Ayre chute aye Lyrics bangla:
Ayre chute aye
pujor gondho esheche
dhang kur kur dhang kurakur b
batti bejeche
gache shewli futeche
kalo bhromra juteche
aaj palla diye akashe
meghe ra chuteche
o mago ma daona poriye
nutun jamakhan dao na poriye
nutun nutun goyna gati esho goriye
aaj shobar sathe anondete jaina periye
kadcho kano aaj
moyna parar meye
nutun jama khan
paoni bujhi thik
amar kache ja ache shob
tomay dibo diye
aaj hashi khushi mitthe hobe
tomake baad diye