Na Bola Kotha Eleyas Hossain Lyrics শোন বলি তোমায়

Song: Na Bola Kotha
Singer: Eleyas Hossain & Aurin
 

Na Bola Kotha Eleyas Hossain Lyrics

শোন , বলি  তোমায়
না  বলা  কথা  গুলো  আজ  বলে  দিতে  চাই।
বল , কি  বলতে  চাও
সারাটি  জীবন  ধরে শুনে  যেতে  চাই ।
ভালবাসি  আমি  যে  তোমায়,
এই  কথাটাই  ছিল  শুধু  বলার ।
ভালবাসি  আমিও  তোমায়
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়!
আকাশের  ওই  নীল্  ঠিকানায়
মেঘেরা  সাদা  ডানা  ছড়ায়।
ওদেরই  সেই  ভালবাসায়
এই  মনে  আজ  পেয়েছে  ঠাই।
জড়াবো  আদরে তোমাকে  অনুভবে
আকাশের  চেয়ে  বেশী
তোমাকেই  ভালবাসি।

ভালবাসি  আমি  যে  তোমায়,
এই  কথাটাই  ছিল  শুধু  বলার ।
ভালবাসি  আমিও  তোমায়
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়!

সাত  সাগর  আর  তের  নদী
পার  হয়ে  তুমি  আসতে  যদি!
রুপকথা'র  রাজকুমার  হয়ে
আমায়  তুমি  ভালবাসতে  যদি!
ভালবাসি  তোমায়
পুরনো  অনুভবে।
এই  মনেরই  জগতে
রাজকুমারী  তুমি।

ভালবাসি  আমি  যে  তোমায়,
এই  কথাটাই  ছিল  শুধু  বলার ।
ভালবাসি  আমিও  তোমায়
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়!

শোন , বলি  তোমায়
না  বলা  কথা  গুলো  আজ  বলে  দিতে  চাই।

বল , কি  বলতে  চাও
সারাটি  জীবন  ধরে শুনে  যেতে  চাই ।
ভালবাসি  আমি  যে  তোমায়,
এই  কথাটাই  ছিল  শুধু  বলার ।
ভালবাসি  আমিও  তোমায়
সবকথা  কি  মুখে  বলে  দিতে  হয়! 

Suno boli tomay na bola Kotha Lyrics 

Suno boli tomay
na bola kotha gulo aj bole dite chai
bolo ki bolte chao,
sara dijon dhore sune jete chai

valobashi ami j tomay,
ei kothai silo sudhu bolar
valobashi amio tomay
sob kotha ki mukhe bole dite hoy


Akasher oi nil thikana 
meghera sara dana chorai
oderi sei valobasha
ei mone aj peye se thai

jorabo dore
tomake onuvobe
akasher cheye beshi tomakei valobashi


sajabo aj tero nodi
par hoye tumi aste jodi
rupkothar rajkumar hoye amay valobashte jodi
valobashi tomay purono onuvobe
ei moner jogote rajkumari tumi
Previous Post Next Post