![]() |
Singer : Bappa Mazumdar
Album: Din Bari Jay
Song: meghe dhaka
মেঘে ঢাকা শশী লিরিক্সঃ
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেঁটে যায়
নুপুর বাজে তার দু’ পায়
আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেঁটে যায়
নুপুর বাজে তার দু’ পায়
আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী আমার
রিনিঝিনি বাজে
বাজে নুপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
শশী আমার নিজের মত হাঁটে,
ইচ্ছে হলে থামে চেনা
ঘাটে, হো…
শশী আমার নিজের মত হাঁটে
ইচ্ছে হলে থামে চেনা ঘাটে
চেনাঘাটে রেখেই দু’পা
মুখ লুকায় সে লাজে
বাজে নুপুর রাত্রি দুপুর
মনটা মাঝে মাঝে
মন গভীরে আড়াল করে রাখি
আসবে শশী আশায় চেয়ে
থাকি, হো…
মন গভীরে আড়াল করে রাখি
আসবে শশী আশায় চেয়ে থাকি
এসে শশী যায় উড়ে যায়
কথার ভাঁজে ভাঁজে
বাজে নুপুর রাত্রি
দুপুর মনটা মাঝে মাঝে
হো…
মেঘে ঢাকা শশী
মেঘ চিনিয়ে হেঁটে যায়
নুপুর বাজে তার দু’ পায়
আমারও মন সাথে বেজে যায়
মেঘে ঢাকা শশী আমার
রিনিঝিনি বাজে
বাজে নুপুর রাত্রি
দুপুর মনটা মাঝে মাঝে
হো…
আমারও মন সাথে বেজে যায়
Meghe dhaka sosi Bangla Lyrics
Meghe dhaka sosi
megh chiniye hete jay
nupur baje tar dupay
amaro mon sathe beje jay
meghe dhaka sosi amar
rinijhini baje,
baje nupur ratri dupur
monta majhe majhe
sosi amar nijer moto hate
icche hole thame chena ghate,
cena ghate rekhe dupa
mukh lukay she laje
baje nupur ratri dupur
monta majhe majhe
mon govir aral kore rakhi
asbe sosi ashay cheye thaki,
esei sosi jay je ure jay
kothar vaje vaje
baje nupur ratri dupur
monta majhe majhe