Sesh Bikele Song Lyrics (শেষ বিকেলে )

Sesh Bikele song is sung by Bangladeshi Rock Band name "Shunno". Sesh Bikele Bangla song lyrics are written by Shunno from the album name Notun Shrot. Sesh Bikele song vocals are Imrul Karim Emil. Ami Shesh Bikeler Majhi (শেষ বিকেলে) song music tuned  and composition are done by Shunno.
Song Title: Sesh Bikele
Artist: Shunno
Singer: Emil
Album: Notun Shrot  

Sesh Bikele Lyrics in Bengali:

রোদ ফুরোলে ফেরত আসা
একটি দিন শেষে
চিন্তার অবসান নেই পিছুটান
প্রতিটি জীবন শেষে
সময়ে আমি দিচ্ছি পাড়ি
আমার কাজের ক্লান্তিতে
একটি নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস,
আমার ছোট্ট ছোঁয়াতে
ছোঁয়াতে, ছোঁয়াতে, ছোঁয়াতে
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
কত সৃষ্টির শেষ হাসি, কত সৃষ্টির শেষ কান্না
কত সৃষ্টির আবেগ কত সৃষ্টির পাওনা
এক নিমিষেই শেষ হয়ে যায়
দৃষ্টির শেষ দৃষ্টিতে
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমার আত্মার নেই কোনো ভাবনা
নেই কোনো শান্তি বা তার শেষ
মৃত্যুর কেবল হবে অবসর
শুধুই আমার মৃত্যুতে
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার

Sesh Bikele Bangla Lyrics

Rod furole ferot asha ekti din seshe
Chintar oboshan nei pichutan protiti jibon seshe
Somoye ami dicchi pari amar kajer klantite
Ekti nisshas, sesh nisshas, amar chotto chowate
Chowya te, Chowya te
Ami vorer nam dhari, ami shesh bikeler majhi
Chaya rod klantir parapar [m2]
Koto sristir shesh hashi, koto sristir shesh kanna
Koto sristir abeg koto srishti paona
Ek nimishei shesh hoye jai
Drishtir shesh drishtite
Ami vorer nam dhari, ami shesh bikeler majhi
Chaya rod klantir parapar [m2]
Amar attar nei kono vabna
Nei kono shanti ba tar shesh
Mrittur kebol hobe oboshor
Shudhui amar mrittute
Ami vorer nam dhari, ami shesh bikeler majhi
Chaya rod klantir
Previous Post Next Post