![]() |
Band : Shironamhin
Lyrics & Tune : Ziaur Rahman Zia
Bass: Ziaur Rahman
Abar Hashimukh Lyrics by Shironamhin:
সেই কবে ছিল উচ্ছাস
কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস
হাসিমুখে ফোয়ারা
এই অবেলায় ফোঁটা কাশফুল
নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার
বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ
হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ
তবু জাহাজীর নাগরিক ঢেউ
অপরাধ মেনে নিয়ে কেউ কেউ
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও
একদিন ঠিকই এনে দেব হাসিমুখ
রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর
বুকের ভেতর ডানা ঝাপ্টায় পাখি বেপরোয়া ভাংচুর
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি
স্বপ্নের দিগন্ত রঙিন
ইচ্ছে হলেই এনে দিতে পারে
বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন
প্রেমিকার মুখ রক্তিম ছিলো
রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে
আমি আজও হেঁটে বেড়াই
রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর
বুকের ভেতর ডানা ঝাপ্টায় পাখি বেপরোয়া ভাংচুর
বৃষ্টি ভেজা সুখ দুখ, খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেটে হেটে বহুদূর বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেটে হেটে বহুদূর বহুদূর বহুদূর
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর
Abar Hashimukh Lyrics by Shironamhin
Sei kobe chilo ucchash
kichu shonkay vora chumbon
Chilo premikar ghono nishwash
Hasimukhe foyoara
Ei obelay fota kashful
Niyotir moto nirbhul
Jeno ahoto kono joddhar
Buke benche thaka ek meghful
Jodi ghore fera pakhi nishchup
hridoye dhew vange chup chup
jodi jahajer nagorik dhew
Oporadh mene niye kew kew
Jodi shokgatha haate bohudur jaw
ekdin thikoi ene dibe hashi mukh ..
Roddur
Eksathe hete hete jete cai bohudur
Buker vitore dana jhaptai
pakhi, beporaya vangchur
tumi ceye acho tai ami pothe hete jay
tumi ceye acho tai ami pothe hete jai