Chap Nai Bangla Song lyrics By Tabib Mahmud & Gully boy Rana. Tabib Mahmud released the Bangla Rap song in November 20. Chap Nai (চাপ নাই) Song Lyrics are written by Tabib Mahmud at LMG Beats Studio. Chap nai song music composed by Subhro Raha.
thaki chup chap
Ami vanga lathi diye
Mari boro boro shaap
Eta kamrangirchor
Temperatur beshi ache 104 degree jor
Dhaka kape thor thor
lage ek ball a six run
Mathe sakib al hasan
Areh joy porajoy
Majhe etoi byabodhan
Pura gallaryr chaap
Ar ami chaper bap
Bishal chokka maira dichi
Maira shob khape khap
![]() |
Artist : Tabib Mahmud & Rana
Lyrics : Tabib Mahmud
Director and Dop : Akash Haque
Production Design : Akash Haque and Tabib Mahmud
Ariel Camera : Riaz Ahmed
Creative Director : Tabib Mahmud and Akash Haque
Production Manager : Musa Alam Khan (MAK)
Lyrics : Tabib Mahmud
Director and Dop : Akash Haque
Production Design : Akash Haque and Tabib Mahmud
Ariel Camera : Riaz Ahmed
Creative Director : Tabib Mahmud and Akash Haque
Production Manager : Musa Alam Khan (MAK)
Chap Nai Bangla Song lyrics
এই আমি রানা গাল্লি বয়
থাকি চুপচাপ। আমি ভাঙ্গা লাঠি দিয়া
মারি বড় বড় সাপ । এটা কামরাঙ্গির চর
টেম্পারেচার বেশী আছে । একশ চার ডিগ্রি জ্বর
ঢাকা কাপে থর থর । লাগে এক বলে ছয় রান
মাঠে সাকিব আল হাসান । আরে জয় পরাজয়ের
মাঝে এতই ব্যাবধান । পুরা গ্যালারির চাপ
আর আমি চাপের বাপ । বিশাল ছক্কা মাইরা দিছি
মাইরা সব খাপে খাপ । শুভ্র ভাই নিলো নেতা নেতা ভাব
নিচে হাফ প্যান পরা । মুখে পাইপ হাতে ডাব
আবার মুখ দিয়ে বিপ মারে । মাঝে মাঝে দম ছাড়ে
চাপ খাইয়া বাপ ডাকে । হিফপ সং ছাড়ে
ঠিক আবার টক্কর নেই । কেউ করে না মাফ
আবার চেকিং দিয়ে ফাইভস্টারে । টয়লেট করে ছাফ
পুরা জীবন্টা যা মুখে । ফ্যাক ফ্যাক হাসি
আরে চাপ নাই ভায়া । আমি তোরে ভালোবাসি
চাপ নাই, নাই, নাই চাপ । তোমারা যারে চাপ কও
আমি তার বাপ । আরে চাপ নাই, নাই, নাই চাপ
তোমারা যারে চাপ কও আমি তার বাপ
আকাশ ভরা তারা আমার চাঁদ বাগানে বাশ
যদি বাধ বাইন্দা তুমি কইতা । গলায় দিছে ফাস
সেটি মহা সর্বনাশ । অল্প বিদ্যা ভয়ংকারি
অহংকারি দাস । আজ জ্ঞ্যানি হয়েছে তাশ
আরে চোরের মার বড় গলা । গৃহস্তের একদিন
আধুনিক পোলাপান ঘোলায় । ফেলছে রাত দিন
রুটির উপর সবজি দিয়া । নাম দিছে পিজ্জা
গরমে আরামে শরম ভুইলা । বইয়ে বয়ে পড়ছে লজা
ধর তক্তা মার পেরেক । বোঝা বড় টাফ
ভালোবাসা চাইলাম ফুল । তুমি দিলা আমায় হাফ
আমার হাশি খুশি মুখ । তবু বাশি হয় না মন
তাই চাপে খেলি ভালো । ভুলি কালো আবরণ
আরে নাম যার চাপ নাই । তার চাপ সিমাহীন
চামের উপর বামে যাইয়া । চাপ খাইছে আলাদিন
চেরাগাতে ধরায় দিয়া । দৈত্য মামা হাওয়া হয়
চাপ নাই পেরা চাপ নাই ভায়া । লবন ছাড়া রোস্ট ফেসবুকে
ছোট কইরা ছবি দিছে পোস্ট । যার ক্যাপ্সহন নাই
আমার অভিধানে চাপ নেয়ার অপশন নাই
ভাই কে বিশ্বাস করলে কোন টেনশন নাই
আরে নাই নাই কোন টেনশন নাই
চাপ নাই গানের লিরিক্সঃ
Ei ami rana Gully boythaki chup chap
Ami vanga lathi diye
Mari boro boro shaap
Eta kamrangirchor
Temperatur beshi ache 104 degree jor
Dhaka kape thor thor
lage ek ball a six run
Mathe sakib al hasan
Areh joy porajoy
Majhe etoi byabodhan
Pura gallaryr chaap
Ar ami chaper bap
Bishal chokka maira dichi
Maira shob khape khap