Obichar Bangla Song Lyrics (অবিচার)

Bangla Song Lyrics of Obichar (অবিচার) by Tahsan And Minar. Obichar song is sung by Tahsan khan and Minar From the bangla song album Ahare. Cholo Agiye Jai Haat ta Baray  song is composed and tuned by Minar Rahman. lyrics are

Obichar Tahsan Minar New Song
Song : Obichar (অবিচার)
Singer : Minar & Tahsan
Lyric & Tune : Minar Rahman
Music Arrangement : Pavel Areen
Album : Ahare
Language : Bangla
Label : Agniveena

Tahsan Obichar Song Lyrics

অনেক হয়েছে অবিচার অনেক সোয়েছি ব্যাথা
অনেক দেখেছি মায়ের কান্না আর দেখবো না
অনেক কবিতা মিছিলে অনেক ধূলোয় ধূসরে
অনেক স্বপ্নের ভাঙা আর্তনাদ আর সইবো না
চলো এগিয়ে যাই হাতটা বাড়াই
এসো আবার আর একটিবার যুদ্ধ করি।
চলো এগিয়ে যাই হাতটা বাড়াই
এসো আবার আর একটিবার যুদ্ধ করি।
চলো এগিয়ে যাই হাতটা বাড়াই
এসো আবার আর একটিবার যুদ্ধ করি।
চলো এগিয়ে যাই হাতটা বাড়াই
এসো আবার আর একটিবার যুদ্ধ করি

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।
এসো আবার আর একটিবার যুদ্ধ করি।
হারিয়ে যাবে কি বায়ান্ন
হারিয়ে যাবে কি একাত্তর
হারিয়ে যাওয়া অন্ধের চিৎকার জানি শুনবো না
হয়তো বদলে যাবে পৃথিবী হয়তো বদলে যাবে মানুষ
কথা দিলাম আমরা তোমাদের তবু ভুলবো না
চলো এগিয়ে যাই হাতটা বাড়াই
এসো আবার আর একটিবার যুদ্ধ করি।
চলো এগিয়ে যাই হাতটা বাড়াই
এসো আবার আর একটিবার যুদ্ধ করি

Obichar Song Bangla Lyrics

Onek Hoyese Obichar Onek Shoyechi betha
Onek dekhechi ma er kanna aar dekhbo na
Onek Kobita Michile Onek dhuloy Dhushor
Onek shopner vanga artonad aar shoibona
Cholo agiye jay haat ta baray
Esho abar ar arekti bar juddho kori
Cholo agiye jay haat ta baray
Esho abar ar arekti bar juddho kori
Cholo agiye jay haat ta baray
Esho abar ar arekti bar juddho kori

comment your thoughts

Post a Comment (0)
Previous Post Next Post